নিয়তি সুন্দর - অনুগল্প

মেয়েটির বাচ্চা হয়না বলে..মেয়েটির স্বামী তাকে ডিভোর্স দিয়ে ঘরে আনে দ্বিতীয় স্ত্রী। মেয়েটি ভেঙ্গে পড়ে। বাবার বাড়িতে অবস্থান নেয়। দিন শেষে বাবার বাড়িতেও অবহেলা। মেয়েটি সবে মাত্র বয়স ২০ এ পা রাখে। মেয়েটি কাতর গলায় বলে, 'বাবা আমি পড়াশোনা করতে চায়। বাবা তখন ককর্শ গলায় বলে, "এতো টাকা নেয় যে তোকে পড়াবো। সবতো খেলি এইবার আমার সংসারটাকেও খেতে এসেছিস। এরইমধ্যে মেয়েটার অনেক বিয়ের সম্বন্ধ আসে। ফর্সা গায়ের রং তার। চোখদুটো যেনো হরিণের চোখের টানা টানা আকৃতি। মেয়েটিকে দেখতে আসলো। ছেলেটির ভালো লেগে গেছে মেয়েটিকে। এতো সুন্দরী তার বউ হবে! কিন্তু মেয়েটি বিয়ের আগেই ছেলেটির কাছে আবদার করে বসে, আপনি আমাকে আরও ২ টা বছর সময় দিবেন? পড়াশোনাটা..মেয়েটির পুরো কথা শেষ না হতেই ছেলেটি বুঝে ফেলে৷ হেসে বলে, " ঠিক আছে আমি তোমার অপেক্ষায় থাকবো। ২ বছর মেয়েটি কঠিন পরিশ্রমের মাধ্যমে ভালো একটা রেজাল্ট করে। কিন্তু তার রুপ আগের মতো নেই। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে রাত জাগার কারণে। মুখ ভর্তি ব্রণ। ছেলেটিও আগের মতো কথা বলেনা মেয়েটির সাথে। মেয়েটির পরিবার ধরেই নিলো মেয়েটির বিয়ে হবেনা। খোঁচা শুরু হলো পরিবারের। মানসিক ভাবে আঘাত পেতে লাগলো মেয়েটি। অভিশাপ পেলো "মরতে পারিসনা?" অতঃপর একদিন হঠাৎই মেয়েটি সেলিংফ্যানে ঝুলে পড়লো। হারিয়ে গেলো তার সত্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ