মরীচিকা | লক্ষ্মী বিশ্বাস

 মরীচিকা 
লেখিকা লক্ষ্মী বিশ্বাস

আকাশ বলে-
'ঝরনা বল- তুই আমায় ভালবাসিস।'

মেঘ বলে-
'ঝরনা- তুইতো আমাকে ভালোবাসিস।'

রৌদ্র বলে, 'মিথ্যে কথা সব।
ও আমাকে ভালোবাসে।'

রামধনু বলে-
'ঝরনা আমার আশায় থাকে।
কবে আমার দেখা পাবে।
ভালোবাসা আছে বলেই-
অপেক্ষা করে থাকে।'

পাহাড় ভাবে-
আমার সাথে মাখামাখি।
আমিই ওর সব।

নদী ভাবে-
আছড়ে পড়ে আমার বুকে।
আমি ছাড়া আর কে আছে। 


কবি- লক্ষ্মী বিশ্বাস

আমরা আপনার মতামত জানতে আগ্রহী। লক্ষ্মী বিশ্বাস এর লেখা মরীচিকা আপনার কেমন লেগেছে ? কমেন্টের মাধ্যমে আমাদের জানান।
বন্ধু ও পরিবারের মাঝে আমাদের উপস্থাপন শেয়ার করুন ও সকলকে একেবারে বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দিন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ